• Md Munna Ali

    Thursday, 10 September 2020

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

     

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএলের অষ্টম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গ্রান্ড ফিনালেতে সেন্ট লুসিয়া জুকসের দেয়া ১৫৫ রানের টার্গেট ৮ উইকেট হাতে রেখে টপকে যায় নাইটরা।

    ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই প্রথম উইকেট হারায় সেন্ট লুসিয়া। তবে দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন আন্দ্রে ফ্লেচার ও কার্ম ডায়েল। তবে ফ্লেচারের ৩৯, ডায়েলের ২৯ রানের ইনিংসের সাথে রোস্টন চেইজের ২২ আর নাজিবুল্লাহ জাদরানের ২৪ রানের ইনিংস চারজন ছাড়া আর কেউ ২ অঙ্কে পৌঁছাতে না পারায় ১৫৪ রানে অলআউট হয় দলটি।

    মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানেই ওয়েবস্টার ও সাইফার্ট সাজঘরে ফিরলেও লেন্ডল সিমন্স আর ড্যারেন ব্রাভোর দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় ত্রিনবাগো। সিমন্সের ৪৯ বলে ঝড়ো ৮৪ আর ব্রাভোর ৫৮ রানের ইনিংসে ১১ বল হাতে রেখে বড় জয়ে চতুর্থ শিরোপা জেতে নাইটরা।

    ইউএইচ/