• Md Munna Ali

    Thursday, 10 September 2020

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

     


    আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারে দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। আইসিসির নিয়ম অনুযায়ী যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অবৈধ। সরকারের এমন আচরণের জন্য দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি।

    ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দুর্নীতি আর অব্যবস্থাপনার অভিযোগ এনে বোর্ডের কর্মকর্তাদের সরে দাঁড়াতে বলা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। এই কমিটি এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে।

    আপাতত এক মাসের জন্য বোর্ডের কাজ পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়েছে “সাউথ আফ্রিকা স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটিকে”। তবে বোর্ডের নিয়ন্ত্রণ সরকার নিয়ে নেয়াকে দেখা দিতে পারে নতুন বিপত্তি। আইসিসির নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।

    এর আগে জিম্বাবুয়ের সরকার দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নেওয়ায় আইসিসি নিষিদ্ধ করেছিলো দেশটিকে।

    ইউএইচ/