• Md Munna Ali

    Thursday, 10 September 2020

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফের হ্যাকিংয়ের চেষ্টা রুশ-চীনা হ্যাকারদের

     


    যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে টার্গেট করেছে চীন, রাশিয়া ও ইরানের হ্যাকাররা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

    প্রতিষ্ঠানটির দাবি, ২০১৬ সালের নির্বাচনের তথ্যচুরির সাথে জড়িত রুশ হ্যাকাররা এবারও চেষ্টা চালাচ্ছে। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিপক্ষ জো বাইডেনের প্রচারণা শিবির, তাদের নিজস্ব পেইজ এবং সংশ্লিষ্ট অন্যান্য সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে প্রবেশের জোরালো চেষ্টা চালাচ্ছে বিদেশি হ্যাকার’রা। যার অন্যতম রাশিয়ার ‘স্ট্রনটিয়াম গ্রুপ’।

    এখন পর্যন্ত ২০০ মার্কিন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। ভার্চুয়াল জগতে দলটি ‘ফ্যান্সি বিয়ার’ নামেও জনপ্রিয়।

    এছাড়া, চীন ও ইরানের হ্যাকাররাও দলদুটি’র সমর্থক এবং ভোটারদের অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট।

    ইউএইচ/