• Md Munna Ali

    Monday, 17 August 2020

    স্কুল কলেজ কি খুলবে ?

     HSC Exam নিয়ে ছাত্র ছাত্রীদের ভিতরে একটা বিভ্রান্তি কাজ করছে।

    আমরা সবাই জানি বর্তমান সময়টা খুব বাজে যাচ্ছে এবং ইতিমধ্যে অনেক গুলো দেশ School, College , University খুলে বিপাকে পড়েছে প্রচুর পরিমানে ছাত্র ছাত্রী আক্রান্ত হয়েছে।
    তাই আমাদের দেশে এই বিষয়ে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিৎ যাতে করে কোন দূর্ঘটনা না হয়।
    আর সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলছি আপনারা অনুমান ভিত্তিক সংবাদ এড়িয়ে চলুন এবং বাসায় পড়াশোনা শুরু করুন।
    নানা অভিযোগ এবং দাবী গুলো পর্যালোচনা করে সরকার এবং মন্ত্রনালয় সঠিক সিদ্ধান্ত নিবে বলে আশাকরছি।
    এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।