• Md Munna Ali

    Monday, 2 September 2019

    রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

    রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
    10 mm = 0.62 kg/m = 3 suta
    12 mm = 0.89 kg/m = 4 suta
    16 mm = 1.58 kg/m = 5 suta
    20 mm = 2.48 kg/m = 6 suta
    22 mm = 2.98 kg/m = 7 suta
    25 mm = 3.85 kg/m = 8 suta
    উপরে যে কনভার্ট সিস্টেম
    দেয়া হয়েছে, এর
    প্রতিটি যদি আপনার
    জানা থাকে তাহলে বাস্তবে কাজ
    করা আপনার জন্য অনেক সহজ
    হয়ে যাবে। যেমন,
    ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের
    আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m
    এ। আবার 


    বাংলাদেশে সাধারন
    লেবারদের সাথে কাজ করার সময় এই
    হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও
    নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
    8 mm -7 feet -1 kg
    10 mm -5 feet -1 kg
    12 mm -3.75 feet - 1 kg
    16 mm -2.15feet -1kg
    20 mm -1.80feet -1kg
    22mm -1.1feet -1kg
    রডের মাপ ফিট মেপে kg বের করা হয় , ,
    , ,
    এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /
    532) যেকোনো ডায়া রডের এক ফিটের
    ওজন বাহির হবে . এখানে অবশ্যই রডের
    ডায়া মিলি মিটারে উল্লেখ করতে
    হবে , , , , , এছাড়াও মিটারেও নির্নয়
    করা যাবে , মিটারে ওজন বের করতে
    হলে ( mm^2/162.2 )