এ দেশে সৎ, মেধাবী প্রকৌশলীদের মূল্য নেই।
নিম্নমানের ম্যটেরিয়ালস এর ঢালাই কাজে বাধা দেওয়ায় এ বর্বরোচিত হামলার স্বীকার হন প্রকৌশলী। লুটারদের এরকম জঘন্য কর্মকান্ড চলতে থাকলে একসময় দেশের উন্নয়ন উৎপাদন কর্মকান্ড মুখ থুবড়ে পড়বে বলার অপেক্ষা রাখে না।
সরকারের একজন নন-ক্যাডার গেজেটেড অফিসারের ওপর ঠিকাদারের লোকজন কর্তৃক বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।