• Md Munna Ali

    Thursday, 30 July 2020

    ভুলে গেছি ?


    কি ভাবতেছো ভুলে গেছি, যা ভাবার ভাব তুমি, এখন তো আমাকে নিয়ে ভাবার তোমার সময় নাই, এখন তো অন্য নতুন করে কাওকে নিয়ে ভাবা শুরু করেছো, হয়তো আমার নামটাও এখন তুমি ভুলে গেছো, তোমার জন্য সবসময় আমি দোয়া করি, যেন তুমি সবসময় ভাল থাক।