• Md Munna Ali

    Thursday, 30 July 2020

    ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ 25 টি প্রশ্নের উত্তর, ভুল Part-2

    ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিয়েন।

    1) বাংলাদেশের সমভূমি অঞ্চলে কোন সেচ পদ্ধতি উপযোগী?
    উত্তরঃ পিরিনিয়াল পদ্ধতি
    2) বাংলাদেশে বহুল প্রচলিত জনপ্রিয় সেচ পদ্ধতি কি?
    উত্তরঃ দোন

    3) অগভীর নলকুপের সাহায্যে কত গভীরতাত পানি উত্তোলন করা যায়?
    উত্তরঃ ৪০ থেকে ৫০ মিটার

    4) জমিতে বীজ বপন থেকে শুরু করে শস্য অপরিপক্ক করার সময় পর্যন্ত ব্যাবহৃত মোট পানির গভীরতাকে কি বলে?
    উত্তরঃ ডেল্টা

    5) বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
    উত্তরঃ গঙ্গা-কপোতাক্ষ

    6) সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব কত?
    উত্তরঃ .০২৫

    7) নং হ্যান্ড পাম্পের সিলিন্ডারের ব্যাস কত ইঞ্চি?
    উত্তরঃ ইঞ্চি

    8) মৃত্তিকা হতে কোন পদ্ধতিতে পানি অপসারণ করলে মৃত্তিকার শিয়ার স্ট্রেংথ বৃদ্ধি পায়?
    উত্তরঃ ইলেক্ট্রো অসমোসিস পদ্ধতি

    9) ভুনিম্নস্থ পানি নিষ্কাশনের প্রক্রিয়া কি নামে পরিচিত?
    উত্তরঃ ডি ওয়াটারিং

    10) নলকুপের ছিদ্রের উলম্বিকতা পরীক্ষার জন্য কি ব্যবহৃত হয়?
    উত্তরঃ ওলন চাকতি

    11) অবনমন শঙ্কুতে বিভিন্ন বিন্দুর অবনমন প্রদর্শিত কার্ভকে কি বলা হয়?
    উত্তরঃ ড্র ডাউন কার্ভ

    12) মৃত্তিকার কণায় বন্ধ হয়ে যাওয়া স্টেনারকে মুক্ত করবার জন্য কি ব্যবহার করা হয়?
    উত্তরঃ ব্যাক বোরিং

    13) বৃষ্টির ফোটার সর্বনিম্ন আকার কত?
    উত্তরঃ . মিলিমিটার

    14) বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
    উত্তরঃ ২০৩ সেমি

    15) বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত বৃষ্টিমান যন্ত্র কোনটি?
    উত্তরঃ সাইমন বৃষ্টিমান যন্ত্র

    16) ডিফর্মড বারের জন্য টেনশন জোনে ল্যাপিং কত ধরা হয়?
    উত্তরঃ 40D

    17) পরিখার মাটির ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
    উত্তরঃ / অংশ

    18) বীমে সাধারনত কনক্রিটের শতকরা কত ভাগ রড ধরা হয়?
    উত্তরঃ থেকে

    19) ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
    উত্তরঃ মিটার

    20) ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
    উত্তরঃ ১১২
    21) এক ফিট দীর্ঘ একটি ২০ মিলি রডের ওজন কত?
    উত্তরঃ .৭৫ কেজি

    22) ১ঃ২ঃ৪ রেশিওতে ১০০সিএফটি ঢালাইয়ের কাজে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
    উত্তরঃ ১৭. ব্যাগ

    23) ঘনমিটার গাথুনীর কাজে কতিটি ইটের প্রয়োজন?
    উত্তরঃ ৪০০টি

    24) ফ্লোরে টাইলস লাগানোর মসলায় সিমেন্ট বালির অনুপাত কত থাকে?
    উত্তরঃ ১ঃ৩

    25) ব্রিক ওয়াল প্লাস্টারের কাজে ব্যবহৃত মসলায় সিমেন্ট বালির অনুপাত কত?
    উত্তরঃ ১ঃ৫