ইচ্ছে
হয়
--------------------
আমারও তো ইচ্ছে হয়,
একেকটা রাত জাগার কারণ হয়ে কেউ এ জীবনে আসুক।
কেউ কথায় কথায় ভালোবাসি বলুক,
কারণে অকারণে চুমুর আবদারটা ঠিক জুড়ে দিক।
আমারও তো ইচ্ছে হয়, একাকিত্বের সমস্ত ব্যাকরণ
ভেঙেচুরে, ছায়া হয়ে…কেউ হুট করে চলে আসুক জীবনে!
কেউ প্রয়োজনে অপ্রয়োজনে মুঠোফোনে বিরক্ত করুক,
মধ্যরাত্তিরে বাসার গেটের নিচে এসে,
‘তোমায় খুব দেখতে ইচ্ছে করছে!’ বলে জ্বালাতনটা সত্যিই করুক!
আমারও তো ইচ্ছে হয়, জীবনের সকল আঁধার মুছে
রংধনু হয়ে কেউ এসে সামনে দাঁড়াক!
হাতটা ধরে টংয়ের দোকানে রং-চা খাক, কিংবা ফুচকা।
বৃষ্টিঝরা বাদলা দিনে হুডতোলা রিকশায় চড়তে চড়তে
তার কাঁধে আমার মাথাটা রাখতে বলুক,
কখনওবা, আমায় হারানোর ভয়ে ঝম্ করে কেঁদেই ফেলুক।
আমারও তো ইচ্ছে হয়, এ জীবনে,
একান্ত অধিকারের ব্যক্তিগত কেউ আমায় নিয়ে পালিয়ে যাক,
অনেক দূরের দ্বীপে, কোনও নীল নির্জনে…।
আমারও তো ইচ্ছে হয়, প্রিয় কারও
বুকে কানটা পেতে তার হৃৎস্পন্দন শুনতে থাকি…ধুক্ ধুক্ ধুক্!
আমারও তো ভীষণ ইচ্ছে হয়…আমিও
collected