হারিয়ে যেতে নেই মানা
যদি তুমি সঙ্গী হও ❤
হুট করে এসে কখনও বলবে কি
সময়টা হারিয়ে যাওয়ার 😌
আমি সংকোচ না রেখে
বলবো চলো যাই 🌼
তুমি মুচকি হাসি দিয়ে বলবে শাড়ী পরিধান করবো নাকি সেলোয়ার ☺
আমি দ্বীধা বোধ না করেই বলবো শাড়ি ❤
তুমি শাড়িটা পড়েই এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে কেমন লাগছে আমায়?? 😌
আমি এক ধ্যানে তাকিয়ে থাকবো তোমার দিকে 😮😍
তুমি বলবে চলো এবার তাহলে হারিয়ে যাই 😊
আমিতো তখনই হারিয়ে গিয়েছি তোমাতে 💑
আর হারাবো কোথায়🤔
.
.
.
.
.
/
লেখা-আব্দুল্লাহ্ আল-সাগর।
Copy