• Md Munna Ali

    Wednesday, 1 January 2020

    নতুন ব্যান্ডদল ‘নিল’র যাত্রা শুরু


    যাত্রা শুরু করেছে নতুন ব্যান্ডদল ‘নিল’। গত ৩১ ডিসেম্বর ‘অপূর্ণতা’ শিরোনামে তাদের প্রথম গান রিলিজ করা হয়েছে। ইউটিউবে ‘ব্যান্ড নিল’ চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গানটি।
    ব্যান্ডদলটির সদস্যরা হলেন লিড ভোকাল- রিয়াজ মোর্শেদ, লিড গিটার ও ভোকাল- মাহাবুব, গিটার- হিমু, বেইজ গিটার- জনি, গিটার রিফ- মাহফুজ, ড্রামস- ইরাদ ও কি বোর্ড- অজয়।
    ব্যান্ডের যাত্রার বিষয়ে লিড ভোকাল রিয়াজ মোর্শেদ বলেন, মূলত একদল গানপাগল মানুষকে একত্রিত করেই আমাদের ব্যান্ডের যাত্রা শুরু হলো। প্রথম কাজটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। নানান সীমাবদ্ধতার মাঝেও আমরা প্রথম প্রডাকশনটি রিলিজ করতে পেরেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা আমরা শ্রোতাদের উপরই ছেড়ে দিতে চাই।