• Md Munna Ali

    Wednesday, 1 January 2020

    মেয়েকে ‘আরতি’র দৃশ্য নকল করতে দেখে টিভিই ভেঙেছিলেন আফ্রিদি

    পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির বৈষম্যমূলক আচরণে ক্ষিপ্ত ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। ফাঁস হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ভারতীয় ধারাবাহিক চলার সময় নিজ বাসার টিভি ভেঙেছেন তিনি।
    ভিডিওটি বেশ পুরনো। পাকিস্তানের এক টিভি শো’তে অংশ নিয়েছিলেন আফ্রিদি। অনুষ্ঠানের উপস্থাপকের এক প্রশ্নের জবাবে বুমবুম বলেন, একবার বাড়ির টিভি ভেঙেছিলেন তিনি।
    আফ্রিদি বলেন, সন্তানদের সামনে টিভিতে ভারতীয় ধারাবাহিক না দেখার জন্য অনেকবার আমার স্ত্রীকে সতর্ক করেছিলাম।তা সত্ত্বেও একদিন দেখি,ভারতীয় ধারাবাহিক চলার সময় টিভির সামনে দাঁড়িয়ে আমার মেয়ে আরতি করছে। তা দেখে নিজের মেজাজ ধরে রাখতে পারিনি। ক্ষিপ্ত হয়ে বাড়ির টিভি ভেঙে দিই।
    পাকিস্তান ক্রিকেট থেকে এখনো দানিশ কানেরিয়া বিতর্ক কাটেনি। হিন্দু হওয়ায় খেলোয়াড়ি জীবনে পাক দলের ড্রেসিরুমে বৈষম্যমূলক আচরণের শিকার হতেন তিনি। এ লেগস্পিনারের সঙ্গে কেউ খেতে চাইতেন না বলে অভিযোগ করেন সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার। এর মধ্যে আফ্রিদির এমন ভিডিও প্রকাশ্যে এলো।