• Md Munna Ali

    Thursday, 31 October 2019

    সাকিবের স্থানে কে খেলবেন আইপিএলে

    সাকিবের স্থানে কে খেলবেন আইপিএলে
    বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
    আইসিসি ২ বছরের জন্য নির্বাসিত করেছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দু’বছরের মধ্যে এক বছর ‘স্থগিত নিষেধাজ্ঞা’। অর্থাৎ সাকিব ক্রিকেট থেকে পুরোপুরি বাইরে থাকবেন এক বছর। ফলে আগামী বছর আইপিএলে খেলতে দেখা যাবে না তাকে। সাকিবের জায়গায় তা হলে কে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে? বাংলাদেশের অলরাউন্ডারের বিকল্প হতেই পারেন এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কোনো একজন।
    মাহমুদুল্লাহ: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। টি টোয়েন্টি ম্যাচ খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে তার। ব্যাট ও বল হাতে সম্প্রতি ভালো পারফরম্যান্সও করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট ১২০।
    ৯৯টি উইকেট তার ঝুলিতে। এতেই বোঝা যাচ্ছে অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাহ যেকোন দলকে নির্ভরতা দিতে পারেন। সাকিবও এই কাজটাই করে থাকেন। ফলে আগামী আইপিএলে তার জায়গায় মাহমুদুল্লাহকে দেখা যেতেই পারে।
    মোজেস হেনরিকে: ২০০৯ সালের আইপিএলে প্রথম বার দেখা গিয়েছিল মোজেস হেনরিকে-কে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সে বার হেনরিকে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। গত বারের আইপিএল নিলামে কিংস ইলেভেন পঞ্জাব নিয়েছিল হেনরিকে-কে।
    টপ অর্ডারে ব্যাট করতে নামেন তিনি। নিউ সাউথ ওয়েলস-এর এই অলরাউন্ডার সিম বোলিং করতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগেও খেলেছেন তিনি। ফলে পুরনো দলে ফিরতেই পারেন হেনরিকে।
    ক্রিস ওকস: সাকিবের বিকল্প হিসেবে সানরাইজার্স নিতেই পারে ক্রিস ওকসকে। আইপিএলে দুই মৌসুমে (২০১৭, ২০১৮) ২৫টি উইকেট নিয়েছেন তিনি।
    হায়দরাবাদের সম্পদ হতে পারেন ওকস। নতুন বলে ভালো শুরু করতে পারেন তিনি। ইনিংসের শেষের দিকেও বল করতে দক্ষ। বড় শটও মারতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা তো বড় শটই খেলে থাকেন। পরের দিকে নেমে ইংল্যান্ডের হয়ে দ্রুত রানও করেছেন কয়েকটি ম্যাচে। ফলে সাকিবের জায়গায় তাকে নিতেই পারে সানরাইজার্স।
    জেমস নিশাম: বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ড অলরাউন্ডারের। গত এক বছরে নিশাম নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। টি-টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাইক রেটও বেশ ভালো। খুব সহজেই বোলারকে তুলে ফেলতে পারেন গ্যালারিতে।
    বল হাতেও তিনি দক্ষ। সাকিব চলে যাওয়ায় একজন বিদেশি অলরাউন্ডারের দরকার সানরাইজার্স-এর। কিউই ক্রিকেটারকে সানরাইজার্সের জার্সি পরে খেলতে দেখা যেতেই পারে।
    গ্লেন ম্যাক্সওয়েল: বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল। তিনি চলতে শুরু করলে যে কোনও কঠিন টার্গেটই খুব সহজ বলে মনে হয়। গত বার নিলাম থেকে নাম তুলে নিয়েছিলেন ম্যাক্সওয়েল। নিজের ক্রিকেটে নজর দেবেন বলেই অজি ক্রিকেটার নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
    বলটাও করতে পারেন তিনি। ম্যাক্সওয়েলকে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই দলে নিতে চাইবে। সাকিবের জায়গায় সানরাইজার্স ম্যাড ম্যাক্সকে দলে নিলে অবাক হওয়ার কিছু নেই।-আনন্দবাজার