• Md Munna Ali

    Thursday, 31 October 2019

    সাকিবের কষ্ট অনুভব করতে পারছেন আশরাফুল

    সাকিবের কষ্ট অনুভব করতে পারছেন আশরাফুল
    মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
    জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এক বছর সবধরনের ক্রিকেটের বাইরে থাকতেই হচ্ছে তাকে। আইসিসির রায় ঘোষণার কয়েকদিন অতিবাহিত হলেও সাকিব আল হাসানকে নিয়ে ভক্তদের আহাজারি থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সাকিববিহীন ক্রিকেট মানতে কষ্ট হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
    গতকালও রাজধানীতে এই তারকা ক্রিকেটারের শাস্তি কমানোর দাবি ও তার পাশে থাকার স্লোগান নিয়ে মানববন্ধন করেছেন ভক্তরা। গত মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনের পর থেকে সাকিবকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এমনকি তার ঘনিষ্ঠজনরাও আশ্চর্য নীরবতায় আচ্ছন্ন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টায় সাড়া দিচ্ছেন না কেউই।
    তবে বাংলাদেশের ক্রিকেট থেমে নেই। সাকিবকে ছাড়াই ভারত সফরে চলে গেছে বাংলাদেশ। দিল্লিতে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
    সাকিবের আগে আইসিসির আকসুর দেওয়া নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে ফিক্সিংয়ের কারণে ২০১৩ সালে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ফিক্সিং না করেও এক বছর নিষিদ্ধ হওয়া সাকিবের হূদয়ের ক্ষরণটা বুঝতে পারছেন আশরাফুল। বাংলাদেশের আর সব ক্রিকেটারের মতো তিনিও পাশে দাঁড়াচ্ছেন এই অনুজের।
    ইএসপিএন ক্রিকইনফোকে আশরাফুল বলেছেন, ‘আমাদের কেসটা ভিন্ন। সে ফিক্সিংয়ের প্রস্তাব কর্তৃপক্ষকে জানায়নি। যেখানে আমি পুরোপুরি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলাম। কিন্তু এটা সিস্টেমের ওপর বড়ো ধরনের ধাক্কা। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি। সাকিব এখন কিসের ভেতর দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মনে হয় এখন তার বিষয়ে খুব বেশি সংবাদ প্রকাশ করা ঠিক নয়। অনেক সংবাদের মধ্যে থাকাটা ঐ সময় কঠিন হয়ে পড়েছিল আমার জন্য।’
    আশরাফুল ভেবেছিলেন তার পরে বাংলাদেশের আর কেউ এই পথে পা বাড়াবে না। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল, আমার পরে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এ ধরনের সমস্যায় পড়বে না। আমাদের দুজনের কেসটা আলাদা, তার পরও শাস্তি হিসেবে দুজনকেই ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে।’
    সাকিবের জন্য খারাপ লাগছে জানিয়ে সাবেক এই অধিনায়ক আরো বলেছেন, ‘আমার খুব খারাপ লেগেছে। সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে আমাদের সেরা প্লেয়ার। সে ফ্র্যাঞ্চাইজ লিগগুলো খেলেছে। সাকিব ভুল করেছে, আমার মনে হয় ও বিষয়টাকে খুব গুরুত্ব দেয়নি। এখন সবাই এ ধরনের প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকবে। আমরা কখনো ভাবতেও পারিনি সাকিব এ ধরনের ভুল করবে।’