কোরআনে ২৫ জন নবী ও রাসুলের নাম সরাসরি বর্ণিত হয়েছে। তাঁদের নামগুলো নিম্নরূপ:
- আদম (আ.)
- ইদ্রিস (আ.)
- নূহ (আ.)
- হুদ (আ.)
- সালেহ (আ.)
- ইব্রাহিম (আ.)
- লুত (আ.)
- ইসমাইল (আ.)
- ইসহাক (আ.)
- ইয়াকুব (আ.)
- ইউসুফ (আ.)
- শু'আইব (আ.)
- আইয়ুব (আ.)
- মূসা (আ.)
- হারুন (আ.)
- দাউদ (আ.)
- সুলাইমান (আ.)
- ইলিয়াস (আ.)
- আল-ইয়াসা (আ.)
- যুল-কিফল (আ.)
- ইউনুস (আ.)
- যাকারিয়া (আ.)
- ইয়াহইয়া (আ.)
- ঈসা (আ.)
- মুহাম্মদ (সা.)
এঁদের মধ্যে কিছু নবীকে আল্লাহ বিভিন্ন জাতির কাছে রাসুল হিসেবে প্রেরণ করেছেন, এবং তাঁরা আল্লাহর বাণী প্রচার করেছেন।