• Md Munna Ali

    Saturday, 1 August 2020

    খুব জানতে ইচ্ছে করে Lyrics

    খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে
    তুমি কি সেই আগের মতই আছো
    তুমি কি সেই আগের মতই আছো
    নাকি অনেকখানি বদলে গেছ
    খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে
    এখনো কি প্রথম সকাল হলে
    স্নানটি সেরে পূজার ফুল তুলে
    পূজার ছলে আমারই কথা ভাবো-বসে ঠাকুর ঘরে
    জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে
    এখনো কি সন্ধ্যা বেলা
    আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
    অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
    জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে
    এখনো কি রাত নিঝুম হলে
    শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
    ব্যাকুল তিয়াষে আমারই পিয়াসে-অন্তর কেঁদে মরে
    জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে
    তুমি কি সেই আগের মতই আছো
    তুমি কি সেই আগের মতই আছো
    নাকি অনেকখানি বদলে গেছ
    জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে