আনোয়ারুল ইসলাম বলেন, 'এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে'
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, এখনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় সচিব বলেন, “স্কুল, কলেজ এখনো খোলার মতো সময় এসেছে বলে আমার মনে হচ্ছে না।”
এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, “এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে। তারা পরীক্ষার বিষয়টি দেখবে। সবকিছু বিবেচনা করে তারা কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। তবে পরীক্ষার বিষয়ে উনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন।”
গত ১৬ মার্চ, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।