
লক্ষ্মীপুরের রায়পুরে একটি জামে মসজিদের এক মাসের দান বাক্সের টাকা চুরি হয়েছে। একই সময়ে উপকূল ফাউন্ডেশনের লক্ষাধিক টাকার আসবাবপত্র ভাঙচুর করে তা পাশ্ববর্তী খালে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে চরবংশীর ইউপির তালতলা বাজারে ও চরআবাবিল ইউপির হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকার শাহী জামে মসজিদে। শুক্রবার দুপুরে হায়দরগন্জ ও হাজিমারা ফাঁড়ি থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
হায়দরগঞ্জের ছাইয়্যেদ তাহের জাবেরি জানান, হায়দরগঞ্জ এলাকার বাসিন্দা-জাতীয় সংসদের উপসচিব মো. আজিজুর রহমান ২০১৭ সালে এলাকার উন্নয়ন ও দরিদ্র মানুষের সেবা করার লক্ষে উপকুল ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠন ও পাঠাঘার নির্মাণ করে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন বই ও আসবাপত্র তৈরি করে রাখেন। প্রতিহিংসা করে এলাকার প্রভাবশালী কিশোর গ্যাংয়ের সদস্যরা বৃহস্পতিবার রাতে তালা ভেঙ্গে পাঠাগারে ঢুকে ব্যাপক ভাঙচুর করে তা পার্শ্ববর্তী খালে ফেলে দেয় এবং ১০টি চেয়ার ও বই চুরি করে নিয়ে যায়।একই রাতে চরআবাবিল ইউপির হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকার শাহী জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে এক মাসের প্রায় এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট চরআবাবিল ইউপির ঝাউডগী বাজারে স্বর্ণের দোকানের প্রায় ৩ লাখ টাকার স্বর্ণ, ১৭ জুলাই একই গ্রামের ৪ বাড়ির প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি, ২২ জুলাই একই ইউপির ৩, ৪ ও ৬ নং ওয়ার্ডের ৫ বাড়ির প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি, ৯ জুন দিঘলদী, ঝাউডগী ও বরোচর গ্রামের ৮ বাড়ির প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি, ১৪ জুন ঝাউডগী ও দিঘলদী গ্রামের ৪ বাড়ির প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, উপজেলার বিভিন্ন স্থানে চুরি ও অপরাধ রোধে পুলিশ কাজ করছে। চোরাইকৃত মালামাল উদ্ধার পুলিশ তৎপর রয়েছে।