আগে তো সব কিছুই ঠিক ছিল, এখন তাহলে কেন এমন হয়তেছে ?
সব দোষ কি সুধুই আমার , আমার কি কোন কথার দাম নাই তোমার কাছে ?
আমি তোমার কাছে কি চাই, সুধু চাই তুমি আমি ভালভাবে একসাথে থাকতে । তোমার কিছু জিনিষ আমার খারাব লাগে, আমি তোমাকে বলি, তুমি তো সেটা সংশোধন করতে পার, যদি না পার তাহলে আমাকে একটু বুঝাই বললে তো হয় । তোমার আমার মধ্যে কি অন্য কাওকে জায়গা করে দিছ ?