• Md Munna Ali

    Thursday, 30 July 2020

    ভালবাসা কথা বলে



    Love is a spectrum of feelings and attitudes that are characterised by tenderness, affection, belonging, protectiveness, warmth, respect, and willingness to sacrifice for a special person.

    ভালবাসা হচ্ছে একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালবাসা।

    আর প্রেম হচ্ছে ভালবাসার সঙ্গে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ, যৌনতাপূর্ণ এবং রহস্যময় অনুভূতি। এটি কোন ব্যক্তির প্রতি যৌন আকর্ষণের সঙ্গে সম্পর্কিত। আবেগীয় আকর্ষণ হতে উদ্বুদ্ধ একটি বহিঃপ্রকাশমূলক ও আনন্দঘন অনুভূতি।

    ভালবাসার সংজ্ঞা বিতর্ক এবং অর্ন্তদর্শনের ওপর প্রতিষ্ঠিত। অনেকেই ভালবাসার মত একটি সার্বজনীন ধারণাকে আবেগপ্রবণ ভালবাসা, কল্পনাপ্রবণ ভালবাসা কিংবা প্রতিশ্রুতিপূর্ণ ভালবাসা এসব ভাগে ভাগ করার পক্ষপাতী নয়।

    তবে এসব ভালবাসাকে শারীরিক আকর্ষণের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। সাধারণভাবে ভালবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করতে পারি যা একজন মানুষ অপর আরেকজন মানুষের প্রতি অনুভব করে। কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালবাসার সঙ্গেই সম্পর্কযুক্ত।

    অধিকাংশ প্রচলিত ধারণায় ভালবাসা নিঃস্বার্থতা, স্বার্থপরতা, বন্ধুত্ব মিলন, পরিবার এবং পারিবারিক বন্ধনের সঙ্গে গভীরভাবে যুক্ত। অনেক সময় সাধারণ এবং বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে একে জটিলভাবে বিচার করা হয়। ধনাত্মক অনুভূতির কথা বিবেচনা করে ভালবাসাকে ঘৃণার বিপরীতে স্থান দেয়া হয়ে থাকে। ভালবাসায় যৌনকামনা কিংবা শারীরিক লিপ্সা অপেক্ষাকৃত গৌণ বিষয়। এখানে মানবিক আবেগটাই বেশি গুরুত্ব বহন করে।

    কল্পনাবিলাসিতার একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে এই ভালবাসা। ভালবাসা সাধারণত শুধুমাত্র বন্ধুত্ব নয়, যদিও কিছু সম্পর্ককে অন্তরঙ্গ বন্ধুত্ব বলেও অভিহিত করা হয়। ভালবাসা এবং প্রেমের উপর রয়েছে নানা জনের নানা মত।

    অনেকের ধারণা দুর্বল মনের মানুষ বার বার বলে ভালোবাসি আমি তোমাকে। যারা স্ট্রং লাভার তারা মুখে বলে না ভালোবাসি আমি তোমাকে। আমি মনে করি ভালো চিন্তা, ভালো কথা, ভালবাসার কথা আমাদের সারাক্ষণ প্রাক্টিস করা উচিত কথায় এবং কাজে। কারণ প্রেম এবং ভালবাসা দুটো আবেগকেন্দ্রিক শক্তিশালী অভিজ্ঞতা। ভালবাসা মানুষের জন্য স্নেহের সম্পর্কিত একটি উত্তেজনা, যৌনতাপূর্ণ এবং রহস্যময় অনুভূতি তাই আমরা বার বার বলতে পারি ভালোবাসি আমি তোমাকে। ভালবাসায় রয়েছে শুধু ভালবাসা, তাই আমি মনে করি আমাদের বার বার বলা উচিত ফিনিশ গায়িকা আরইয়া সাইনোমার মত করে “Jag vill tacka livet som gav mig så mycket”- আমি জীবনকে ধন্যবাদ জানাতে চাই, যে জীবন আমাকে সব দিয়েছে। সুইডেনে অনেকে বলে “মানুষ একবারই বাঁচে”(man lever en gång)। আমি মনে করি বলা উচিত “মানুষ একবারই মরে” (man dör en gång)। মরতে একদিন হবেই, হ্যাঁ হবে। তার মানে প্রতিদিন মরার দরকার আছে কি? বেঁচে থাকার সাধ বেঁচে থেকেই মেটাতে হবে। ঠিক তেমনি ভালবাসার সাধ ভালো না বাসলে মিটিবে না কোনদিন। সত্যিই যদি আমরা নিজেকে বা কাউকে ভালোবাসি বা পছন্দ করি তা বার বার বলতে কোন ক্ষতি আছে কি? এলভিস প্রেসলির গানের সুরে- “Love me tender, love me true..”