আজকে আলোচনা করবো প্রকৌশল কাজে অর্থাৎ বাড়ি / কাঠামো নির্মাণের সময় ব্যাবহার অনুযায়ী বালির প্রকারভেদ :-
১) ভিটি বালি -
সাধারণত সাইট,পতিত জমি, খাল, পুকুর ইত্যাদি ভরাট করার জন্য ভিটি বালি ব্যাবহার করা হয়। এই বালি অন্য কোন কাজে যেমন প্লাস্টার, পয়েন্টিং, মসলা তৈরী ইত্যাদি কাজে ব্যাবহারের অনুপযোগী। এই বালির FM( Fineness Modulus) 0.5।
২) সরু বালি -
সরু বালি প্লাস্টারের কাজে ব্যাবহার করা হয়। প্লাস্টারের কাজে এই বালি সিমেন্টের সাথে খুবই উত্তম বাঁধনি তৈরী করে বিধায় এটি প্লাস্টারের কাজে ব্যাবহার করা হয়৷ এই বালির এফ.এম. - 1.0
৩) মধ্যম বালি -
সাধারণত ইটের গাঁথুনিতে মসলা তৈরীর কাজে মধ্যম বালি ব্যাবহার করা হয়। এই বালির এফ এম 1.5।
৪) মোটা বালি -
সাধারণত কংক্রিটের মসলা তৈরীতে মোটা বালি ব্যাবহার করা হয়। এই বালি খোয়ার সাথে উত্তম বন্ধনী তৈরী করে। বাংলাদেশের বেশিরভাগ কাজে এই বালি ব্যাবহার করা হয়৷ এই বালির এফ এম ২.০।
৫) সিলেট বালি -
সাধারনত যখন মসলায় খুব বেশি শক্তির প্রয়োজন হয়, এবং খুবই ভারবাহী কাঠামো নির্মাণ করা হয় তখন সিলেট বালি / লাল বালি ব্যাবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে মোট বালির অনুপাতের ১/৩ অংশ সিলেট বালি ব্যাবহার করা হয়। আবার খুবই স্থায়িত্বশীল এবং লোড বহনকারী কাঠামো নির্মাণের ক্ষেত্রে পুরোটাই সিলেট বালি ব্যাবহার করা হয়। আবার যে কাঠামো নির্মাণের সময় পাথর ব্যাবহার করা হয় সেখানে সম্পূর্ণ সিলেট বালি ব্যাবহার করা ভালো এবং এতে কাঠামোর স্থায়িত্ব বাড়ে । এই বালির এফ এম 2.5।
Tuesday, 28 July 2020
Civil Engineering

