• Md Munna Ali

    Friday, 19 June 2020

    চোখ

    তোমার ঐ দুটি চোখ
    বিধাতার লেখা এক কাব্য;
    হাতছানি নয় ইশারায় ডাকে,
    জাগিয়ে তোলে তারুণ্য।
    😍😘😍

    নীল চোখে স্বপ্ন দেখাও-
    নীলিমায় দিবানিশি;
    দৃষ্টিজুড়ে গোধুলীর আভায়,
    একে দিলে কোন ছবি !

    চঞ্চল চোখে ওগো মায়াময়ী,
    বাঁধিলে দৃষ্টি, জানো কি তুমি?;
    ও চোখে কেনো দূর্বার নেশা-
    জানে কি তোমার আমি?
    😍😍