• Md Munna Ali

    Friday, 3 April 2020

    আমরা কেমন আছি ???


    আমরা কেমন আছি ???
    সারাবিশ্ব এখন করোনা ভাইরাসে বা কভিড ১৯ এ আক্রান্ত, এখন পর্যন্ত ৫৫০০০ হাজার মানুষ মারা গেছে, দিন দিন তা দ্রুত বারতেছে, এখন পর্যন্ত কোন বিজ্ঞানি এই ভাইরাসের প্রতিশোধক বা ভ্যাক্সিন বের করতে পারেনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে আর ৬ মাসের বেশি সময় লাগবে এই ভাইরাসের প্রতিশোধক বা ভ্যাক্সিন বের করতে, তাহলে আর ৬ মাস পৃথিবীর কি হবে , কত মানুষ মারা যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেও জানেনা, যুক্তরাস্ট পৃথিবীর একটি উন্নত দেশ তারাও কিছু করতে পারতেছে না, আমাদের দেশ কি করবে, যদি চীন,স্পেন, ইতালি,যুক্তরাস্টের মত পরিস্থিতি হয় ?
    আমরা অনেক শক্তিশালী , আমরা করোনা ভাইরাসের থেকে শক্তিশালী , আমরা প্রস্তুত আছি  ভাইরাস মোকবেলার জন্য , আমাদের পিপি এই আছে, আমাদের ডাক্তার আছে, আমাদের নাস আছে, আমাদের অনেক কিছু আছে আমি মেনে নিলাম।
    যদি আল্লাহ আমাদের উপর সহায় না হন তাহলে আমাদের অনেক কিছু দিয়ে লাভ হেবে কি ?  
    ১। সবার মুখে শুধু এগুলা কথা সাবধানে থাকতে হবে ,
    #মাস্ক পরতে হবে ।
    #হ্যান্ড সেনিতাইজার ব্যাবহার করতে হবে।
    #বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না ।
    #সাবান দিয়ে হাত ধুতে হবে ২৫ সেকেন্ড ।
    আর অনেক কিছু …।।
    আসলে আমাদের সাবধান থাকতে হবে আমরা সবায় জানি
    কিন্তু একটা বিষয় আমার আপনার আমাদের সবাইকে  মনে রাখতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেও আমাদের মুক্তি দিতে পারবেনা
    অনেকে অনেক কিছু বলে
    কেও বলেনা  আসুন আমরা ৫ ওয়াক্ত নামায পরি ।
    কেও বলেনা আসুন আমরা আল্লাহ কাছে ক্ষমা চাই ।
    কেও বলেনা আসুন আমরা আল্লাহ হুকুম মানি নবীর তরীকায় চলি।
    পরিশেষে
    আসুন আমরা আল্লাহর হুকুম মানি নবীর তরীকাই চলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ্‌