• Md Munna Ali

    Monday, 16 March 2020

    ৩১ মার্চ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা




    করোনাভাইরাস সতর্কতায় আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল আবাসিক হল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 
    সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ খবর নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, 'করোনা শঙ্কায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হলসমূহ আগামী ১৮ থেকে ৩১ মার্চ বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।'
    এদিকে, ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে বলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার জানিয়েছেন।
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, 'জাতীয় সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'