• Md Munna Ali

    Monday, 6 January 2020

    খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ: ড. কামাল

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ; অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির দায় নিতে হবে সরকারকে। সকালে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. কামাল হোসেন।
    খালেদা জিয়াকে জামিন না দেয়া এবং সুচিকিৎসা নিশ্চিত না করার নিন্দাও জানান তিনি। এসময় ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদালতে জমা দেয়া বিএনপি চেয়ারপারসনের মেডিকেল রিপোর্ট অসম্পূর্ণ। খালেদা জিয়াকে জামিন না দিয়ে বিচারপতিরা ভুল ও অনৈতিক কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, জামিন পাওয়া বিএনপি চেয়ারপারসনের সাংবিধানিক অধিকার।