• Md Munna Ali

    Wednesday, 1 January 2020

    বিপিএল খেলতে ৬ জানুয়ারি আসছেন ক্রিস গেইল


    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরে খেলতে আসছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আগামী ৬ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এ তারকা ব্যাটসম্যানের।
    বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। আগামী ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলার কথা রয়েছে গেইলের।
    গেইলকে ছাড়াও এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এবারের বিপিএলের শীর্ষে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি বিপিএল ফাইনাল পর্যন্ত খেলে তাহলে ট্রফির লড়াইয়ের আগ পর্যন্ত দেখা যাবে গেইলকে। ৮৪ লাখ টাকায় ক্রিস গেইলকে দলে নিয়েছে চট্টগ্রাম।