• Md Munna Ali

    Thursday, 5 December 2019

    খালেদা জিয়ার জামিনে পদে পদে বাধা দেয়া হচ্ছে: বিএনপি মহাসচিব

    খালেদা জিয়ার জামিনে পদে পদে বাধা দেয়া হচ্ছে: বিএনপি মহাসচিব

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনে পদে পদে বাধা দেয়া হচ্ছে। তার জামিন না দেয়াটা প্রচলিত রীতিনীতির বিরুদ্ধেই শুধু নয়, অমানবিকও বটে।
    বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ হওয়ার কথা ছিল। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে প্রতিবেদন জমা না দেয়ায় সেটি এক সপ্তাহ পিছিয়েছে। 
    বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার শুরু থেকেই সাধারণ মানুষ যে সুযোগ-সুবিধা পান, তাকে সে সুযোগ-সুবিধা দেয়া হয়নি। এ ধরনের মামলায় সাধারণত ৭ দিনের মধ্যে জামিন হয়। কিন্তু তার ক্ষেত্রে এটা হয়নি।