• Md Munna Ali

    Thursday, 5 December 2019

    বাদ পড়ল জাতীয় চলচ্চিত্রের বিতর্কিত সেই পদক

    বাদ পড়ল জাতীয় চলচ্চিত্রের বিতর্কিত সেই পদক

    ২০১৭ সালের জন্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিতর্কিত সেই পদকটি অবশেষে বাতিল হল। নভেম্বরের প্রথম সপ্তাহে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘শ্রেষ্ঠ সম্পাদক’ হিসেবে ঘোষণা করা হয় মো. কালামের নাম। কিন্তু তিনি ভারতীয় নাগরিক হওয়ায় এটি ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়মবহির্ভূত বিষয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়  বিভিন্ন মহলে।
    এ কারণে ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ সম্পাদক’ শাখাটি বাতিল করা হয়েছে। এ বিভাগে কোনও পুরস্কার দেওয়া হবে না। 
    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর।
    তিনি বলেন, যেহেতু মো. কালাম একজন ভারতীয় নাগরিক তাই তিনি এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। এমন ঘটনার পর মূলত ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ সম্পাদক’ ক্যাটাগরিই বাতিল করা হয়েছে।