• Md Munna Ali

    Saturday, 28 December 2019

    ডাকসুর সামনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়: এজিএস সাদ্দাম হোসেন



    গেলো ২২ ডিসেম্বর ডাকসুর সামনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কোনো সদস্য জড়িত নেই বলে দাবি করেছেন ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি এ ঘটনায় দায়ের মামলার প্রত্যাহারের দাবি জানান।
    আজ রোববার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন জানান, ভিপি নুর বহিরাগতদের সাথে নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন।
    সাদ্দাম আরো বলেন, নুর গায়ে পড়ে মারধরের শিকার হয়েছেন। ঘোলা পানিতে মাছ শিকার করতেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। ভিপি পদ থেকে নুরের পদত্যাগও দাবি করেন এজিএস সাদ্দাম হোসেন।
    ভবিষ্যতে ক্যাম্পাসকে অস্তিতিশীল করার চেষ্টা হলে এবং প্রশাসন তা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ঢাবি শিক্ষার্থীরাই উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন সাদ্দাম হোসাইন।