
উদ্ধারকৃত নবজাতক এবং তার মা। ছবি-ইত্তেফাক
মেলান্দহে উদ্ধারকৃত নবজাতকের অভিভাবকত্ব খোঁজা হচ্ছে। উপজেলা সমাজসেবা অফিসার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন-শিশু সুরক্ষার নীতিমালা অনুযায়ী বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
কেউ শিশুর অভিভাবকত্ব-দত্তক নিতে চাইলে, আইনী প্রক্রিয়ায় আবেদন করতে হবে। প্রসূতি মা পাগলী, তার নবজাতককে সহ্য কিংবা কাছেও নিচ্ছে না। নবজাতকের পিতৃপরিচয় এবং কোন আত্মীয়কেও পাওয়া যাচ্ছে না।
বধুবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন ইউএনও তামিম আল ইয়ামীন। আইন সহায়তা কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ জহুরুল ইসলাম, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারি এসআই এনামুল হক সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, আওয়ামী লীগ সভাপতি আ: রাজ্জাক সুজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে মেলান্দহ রেলস্টেশনের পূর্ব পাশে পাকা রাস্তার উপর নবজাতকসহ প্রসূতি পাগলীকে পড়ে থাকার খবর রাজু নামে এক ব্যক্তি মেলান্দহ থানায় জানান। পরে পুলিশ বিষয়টি ইউএনও এবং জেলা প্রশাসকে অবগত করে।
এসআই এনামুল হক সিদ্দিকী জানান, অফিসার ইনচার্জ রেজাউল করিম খানের নির্দেশে ওই পাগলীকে উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করি। পরদিন সন্ধ্যায় শিশু সুরক্ষা কমিটির বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক শিশুকে কেউ নিতে চাইলে আবেদন করতে বলা হয়েছে। বর্তমানে শিশুর দেখভালের জন্য জামালপুর হাসপাতালের তত্ত্বাবধানে দেয়া হয়েছে।