• Md Munna Ali

    Saturday, 5 October 2019

    সিপিএলে সাকিবের সেই রেকর্ড এখনও অক্ষত

    সাকিব আল হাসান
    সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়েই অনন্য রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার সিপিএলে ৪ ওভারে মাত্র ৬ রানের ৬ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন। সিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার এখনও সাকিবের দখলে।
    ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে ত্রিনিদাদ টোবাগোর ব্যাটিংয়ে ধ্বস নামান বার্বাডোস ট্রেডেন্টসের হয়ে খেলা সাকিব। তার স্পিনে বিভ্রান্ত হয়ে ১২.৫ ওভারে ৫২ রানে অলআউট হয়েছিল ত্রিনিদাদ। আর সেটাই সিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলের সর্বনিম্ন স্কোর রান। ওই ম্যাচে ৪ ওভারে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব।
    সিপিএলে সাকিবের সেই রেকর্ড আজও অক্ষত আছে। সিপিএলে সেরা বোলিং ফিগারের দিক থেকে সাকিবের ঠিক পরেই আছেন পাকিস্তানের তারকা পেসার সোহেল তানভির। তিনি ২০১৭ সালের আসরে চার ওভারে ৩ রানে ৫ উইকেট শিকার করেন।
    সিপিএলের এবারের আসরে সেই বার্বাডোস ট্রাইডেন্টসের হয়েই অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন সাকিব। যে ট্রাইডেন্টসের হয়ে সিপিএল সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। চলতি আসরে ইতিমধ্যে তিন ম্যাচে ৭৩ রান সংগ্রহের পাশাপাশি ৪ উইকেট শিকার করেছেন সাকিব।