• Md Munna Ali

    Thursday, 3 October 2019

    কানাডার আদালতে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা

    কানাডার আদালতে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা
    চীনের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু সোমবার কানাডার একটি আদালতে হাজিরা দেন।
    ২০১৮ সালের ১ ডিসেম্বর কানাডার ভেঙ্কুভার বিমানবন্দরে তাকে ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগে ও যুক্তরাষ্ট্রের পরামর্শে গ্রেফতার করা হয়েছিল।
    যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের টেলিকম কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচর বৃত্তির চেষ্টা চলছিল।
    কিন্তু চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীন বলেছে, হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেফতারের মধ্য দিয়ে ওই কোম্পানির ওপর চাপ প্রয়োগের চেষ্টা চলছে।
    ৪৭ বয়সী মেং সোমবার আদালতে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন। ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিমকোর্টে বিচারপতি হিদার হোলমসের আদালতে স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় চীনা ওই টেলিকম জায়ান্টের কর্মকর্তার শুনানি অনুষ্ঠিত হয়।
    আদালতে মেং বলেন, আমাকে অন্যায়ভাবে যুক্তরাষ্ট্র ও কানাডা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে।