• Md Munna Ali

    Monday, 2 September 2019

    ভাল ইটের বৈশিষ্ট্য

    ভাল ইটের বৈশিষ্ট্য

    * ভাল ইটের আকার সুষম হবে । অর্থাৎ ( 9 . 5 " X4 . 5 " X2 . 75 " )
    * কোণ গুলাে তীক্ষ্ম হবে । বাহুগুলাে ধার হবে ।
    * ইটের রং গাঢ় লাল হবে ।
    * ইটের রং সমসত্য হবে ।
    * ইট ভাঙলে ছিদ্র থাকবে না ।
    * ইটকে T আকারে 4 - 5 ' উপর থেকে ছেড়ে দিলে ভাঙবে না ।